(১) আগে একেকটা কমিউনিটি স্ট্রাইকের মেয়াদ হতো ৯০ দিন। এখন প্রথম যদি কেউ ভুল করে তাকে ওয়ানিং দেয়া হবে, কিন্তু একাউন্টে কোন স্ট্রাইক দেয়া হবে না।
(২) এরপর ভুল করলে ১ সপ্তাহের জন্য আপলোড এবং লাইভ স্ট্রিম সুবিধা বন্ধ করে দেয়া হবে।
(৩) এরপরও ভুল করলে ২ সপ্তাহের জন্য আপলোড, লাইভ স্ট্রিম এবং কাষ্টম থাম্বনেইল আপলোড সুবিধা বন্ধ হবে।
(৪) এরপরেও কেউ ভুল করলে তার চ্যানেল টার্মিনেট/বন্ধ করে দেয়া হবে।
(৫) যদি কারো আগে থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তবে এবং নতুন ভুল করলে তাকে পুনরায় স্ট্রাইক দেয়া হবে না (২৫ তারিখের পর থেকে)। তাকে নতুন সিস্টেমে ফার্ষ্ট ওয়ানিং দেয়া হবে।
(৬) যদি আপনি মনে করেন, আপনাকে ভুলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়া হয়েছে তাহলে আপনি যথাযথ কারন দেখিয়ে আপিল করতে পারবেন।
(৭) কমিউনিটি গাইড লাইন ইউটিউবের নিজস্ব আইন, অন্য দিকে কপিরাইট স্ট্রাইক ভিন্ন (পার্টি ওয়াইজ) আলাদা আইন। তাই এ দুটোকে গুলিয়ে ফেলবেন না!
(৮) ইউটিউবের কমিউনিটি গাইডলাইন হলো (নতুনদের জন্য)।
>> মারামারি, কোপাকুপি, রক্তারক্তি, এক্সিডেন্ট এর ভিডিও আপলোড করা নিষেধ।
>>গালাগালি, অন্য ব্যক্তি/ধর্মকে ছোট করে ভিডিও তৈরি করা নিষেধ।
>>হার্মফুল প্রান্ক ভিডিও আপলোড দেয়া নিষেধ।
>>সেক্স/ন্যুড/সেমি ন্যুড/এডাল্ট/টু এক্স/থ্রি এক্স ভিডিও আপলোড করা নিষেধ।
>>অন্যের কন্টেন্ট সরাসরি আপলোড করা নিষেধ।
>>প্রতারনামূলক/আন ইথিক্যাল হ্যাকিং/সফটওয়্যার/গান/ভিডিও পাইরেসি আপলোড নিষেধ।
>>কাউকে থ্রেট দিয়ে ভিডিও আপলোড করা নিষেধ।
>>বিনা অনুমতিতে অণ্যের ভিডিও আপলোড করা (প্রাইভেসি ব্রেক) নিষেধ।
>>বাচ্চাদের জন্য বা বাচ্চাদের দিয়ে তৈরি করা ক্ষতিকারক ভিডিও আপলোড নিষেধ।
>>সর্বশেষ ভিডিওর সাথে রিলেটেড নয় এমন থাম্বনেইল, টাইটেল, ট্যাগ (অযাচিত ট্যাগ দিয়ে ভিডিও ডেসক্রিপশন ভরে ফেলাকে কিওয়ার্ড স্টাফিং বলে) সেগুলো করা নিষেধ।
Post a Comment