There is no end to knowing.Watch Read Learn to Understand



কিছু অবাক করা তথ্যঃ

1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।

2) আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।

3) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।

4) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।

5) এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।

6) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।

7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।

8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।

9) জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।

10) যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখনআপনার ওজন সবচেয়ে কম।

11) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।

12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!

13) এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব !

14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।

15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।

16) পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

17) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ।দিয়ে।

18) প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার!

19) ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে!

20) মাছেরও কাশি হয়।

21) মৌমাছির চোখ পাঁচটি।

22) মশার দাঁত ৪৭ টি।

23) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।

24) শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।

25) হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।

26) বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।

27) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।

28) মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।

29) হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।

30) মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!

31)প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।

32) আপনি চোখ খুলে কখনোই হাঁচি।দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।

33) আপনি কখনো আপনার কনুই কামড়দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন!

34) গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার।আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!

35) আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়।√ভালো লাগলে শুধু একটা thnx জানাবেন √ধন্যবাদআমিরুল

Some surprising information:

1) The octopus has three heartbeats in its body.

2) As much as it tastes like eating apples, 3 percent of apples are water.

3) The mosquito attracts more than just the person who plays the banana.

4) There are more than 3 chemicals in a cup of coffee.

5) Chewing gum chewing gum for one hour is 1 calorie heat dissipation.

6) The cow can be raised up the stairs but not down.

7) The shrimp can only swim backwards.

8) The frogs can't swallow anything with their eyes open.

9) Elephants or elephants can be stopped for 5 minutes under water.

10) When the moon is directly over the head, your weight is the lowest.

11) The dolphin sleeps with one eye open.

12) Chimpanzees like you, handshake and exchange ideas!

13) It is possible to make a thousand miles long yarn from one pound of pure cotton!

14) The smell of ants is greater than that of dogs.

15) Penguins are the only birds that can swim but cannot fly.

16) If the whole earth is covered with the amount of gold in the earth, the knee height will be higher.

17) The lipstick that is on earth, most of it is made of fish.

18) The number of butterfly eyes is 12 thousand!

19) If you want to give ear to the fray but there will be some problems. Because tearing ears to the knees!

20) Cough also occurs in fish.

21) The bee's eyes are five.

22) Mosquito Teeth 3.

23) The snail breathes with his feet. The nose of the snail has four.

24) The tortoise can breathe on the back of the body.

25) Elephants are the only mammals who cannot jump.

26) As age increases, the color of the eyes becomes lighter.

27) On average, the eyes of a human eye shine 2 million times a year.

28) The longest living cell in the human body is the brain cell (neuron).

29) Nails of the hands, four times faster than the toes.

30) About 1/3 of the total bone of the human body is located on the foot!

31) Every minute in the United States, 7 people get seventeen feet.

32) You can never sneeze with your eyes open. If you do not believe you can try it now.

33) You can never bite your elbow. Try it!

34) The Galileo telescope was discovered. In the meantime, people could see only five planets in the sky!

35) We can easily get food from the tree. But we know that one pound of food requires about 5 pounds of rain water to make a tree.

Post a Comment

Previous Post Next Post