অনেকেই চেনেল বিক্রি করার জন্য পোষ্ট দিচ্ছে ।। কিন্তু তারা আমাদের বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।। টাকা নিয়ে উধাও।। ব্লক করে দিচ্ছে।।
তাদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে ঃ
1- মোবাইল নং দিবেনা।
2- ভিডিও কল করা যাবে না।
3- অর্ধেক টাকা আগে পরিশোধ করলে আইডি দিয়ে দিবে। বাকিটা পরে নিবে।।
4- সে আগে জানতে চাইবে আপনার বাসা কোথায়। আপনি ঢাকা বললে সে বলবে দিনাজপুর।
5- অন্য জনের একাউন্ট এর ছবি দেখাবে।
6-বলবে পিসি নষ্ট তাই কাজ করতে পারিনা।
7- ফেইস বুক একাউন্টে নিজের ছবি দিবে না।
8- মিষ্টি মিষ্টি কথা বলবে।
9- খুবই আগ্রহ প্রকাশ করবে।
10- আডমিন ঢিল করতে চাইলে রাজি হবে কিন্তু পরে অনেক অসুবিধা দেখাবে আর বলবে ফেইস টু ফেইস ঢিল করবে আর আপনাকে দিনাজপুরে যেতে বলবে।
11- আপনি যেই এলাকায় থাকেন তার 100 কিলোমিটার এর মধ্যে ওনার কোন আত্মীয় স্বজন থেকে না।
আরো অনেক কিছু ।
দিনাজপুর শুধু উদাহরন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।। যাতে করে কেউ ধোঁকা না খায়। ধন্যবাদ।।
Post a Comment