বৃষ্টি বাদলের দায়
খুদা কি চাপানো যায়।
হঠাৎ আচমকা বৃষ্টিতে ভবচকা খেয়ে গেছিলাম।নিজেকে একটু সেফটি জায়গায় নিয়ে গেলাম যাতে বৃষ্টির সংস্পর্শ না পাই।দাঁড়িয়ে ছিলাম ইট এন্ড এঞ্জয় মালিবাগের নিচে।হঠাৎ খেয়াল হলো একটা নতুন ফুড শপ। নাম তার My Chef Kabab & Juice। নতুন শপ। না ট্রাই করা পাপ হবে।তাই আমিও চলে গেলাম ট্রাই করার জন্যে।
নিলাম তাদের ৩ টা আইটেমঃ
♦রুমালি রুটি-৩০/-
♦বাটার চিকেন-২৭০/-
♦ইন্ডিয়ান ভেজিটেবলস-২২০/-
♦রুমালি রুটিঃ খুব ই পাতলা শুকনা জিনিস।চাপাতির মতো শক্ত না কিন্তু খুব পাতলা।
♦বাটার চিকেনঃ এই জিনিস টা মনে ধরেছে।চিকেন টা ছিলো গ্রেভি।মশলাদার জিনিস।হালকা সল্টি ছিলো।মশলাদার এ জিনিস রুমালি রুটি দিয়ে খেলে ভালো লেগেছিলো।মুরগির মাংসের পিস গুলো গ্রেভির সাথে মিক্স করে খেলে স্বাদ বারবে তৎক্ষণাৎ।
♦ইন্ডিয়ান ভেজিটেবলসঃ চায়নিজ ভেজিটেবল খাওয়া হইছে।তবে ইন্ডিয়ান টা হয় নাই।তাই এইবার নেয়া হইছিলো।ভেজিটেবলে ছিলো আলু,ক্যাপসিকাম,গাজর,বরবটি এবং etc 😝😝
তো রুটি দিয়ে খাওয়ার সময় আমার কাছে এইটা মোটামুটি লেগেছে।এইটাও গ্রেভি টাইপের ই ছিলো।
♦♦যদি কেউ রুমালি রুটি কিছু দিয়ে ট্রাই করতে চান তাহলে আমি বলবো অবশ্যই বাটার চিকেন দিয়ে ট্রাই করতে।তাহলে সব দিক দিয়ে আপনার ভালো লাগবে।
খুদা কি চাপানো যায়।
হঠাৎ আচমকা বৃষ্টিতে ভবচকা খেয়ে গেছিলাম।নিজেকে একটু সেফটি জায়গায় নিয়ে গেলাম যাতে বৃষ্টির সংস্পর্শ না পাই।দাঁড়িয়ে ছিলাম ইট এন্ড এঞ্জয় মালিবাগের নিচে।হঠাৎ খেয়াল হলো একটা নতুন ফুড শপ। নাম তার My Chef Kabab & Juice। নতুন শপ। না ট্রাই করা পাপ হবে।তাই আমিও চলে গেলাম ট্রাই করার জন্যে।
নিলাম তাদের ৩ টা আইটেমঃ
♦রুমালি রুটি-৩০/-
♦বাটার চিকেন-২৭০/-
♦ইন্ডিয়ান ভেজিটেবলস-২২০/-
♦রুমালি রুটিঃ খুব ই পাতলা শুকনা জিনিস।চাপাতির মতো শক্ত না কিন্তু খুব পাতলা।
♦বাটার চিকেনঃ এই জিনিস টা মনে ধরেছে।চিকেন টা ছিলো গ্রেভি।মশলাদার জিনিস।হালকা সল্টি ছিলো।মশলাদার এ জিনিস রুমালি রুটি দিয়ে খেলে ভালো লেগেছিলো।মুরগির মাংসের পিস গুলো গ্রেভির সাথে মিক্স করে খেলে স্বাদ বারবে তৎক্ষণাৎ।
♦ইন্ডিয়ান ভেজিটেবলসঃ চায়নিজ ভেজিটেবল খাওয়া হইছে।তবে ইন্ডিয়ান টা হয় নাই।তাই এইবার নেয়া হইছিলো।ভেজিটেবলে ছিলো আলু,ক্যাপসিকাম,গাজর,বরবটি এবং etc 😝😝
তো রুটি দিয়ে খাওয়ার সময় আমার কাছে এইটা মোটামুটি লেগেছে।এইটাও গ্রেভি টাইপের ই ছিলো।
♦♦যদি কেউ রুমালি রুটি কিছু দিয়ে ট্রাই করতে চান তাহলে আমি বলবো অবশ্যই বাটার চিকেন দিয়ে ট্রাই করতে।তাহলে সব দিক দিয়ে আপনার ভালো লাগবে।
Post a Comment